ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আফগান সিরিজের জন্য দেশ ছাড়লেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ৩১ মে ২০১৮

মুশফিক-মাহমুদুল্লাহরা গিয়েছিলেন দুদিন আগেই। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ঢাকা ছেড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সঙ্গে ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
সকাল দশটার ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি। সেখান থেকে দেরাদুনে দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ৩ জুন। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ৫ ও ৭ জুন। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি