ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

আফগানদের কাছে লজ্জ্বাজনক হার, উইকেটকে দুষলেন মিরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ৮ নভেম্বর ২০২৪

আরব আমিরাতের শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আফগানদের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডোবে বাংলাদেশ। ওই ম্যাচে ২৩৬ রানের আপাত মামুলি লক্ষ্য পেয়েও মোহাম্মদ গাজাফারের ঘূর্ণিতে ২৫ বলের মাঝে ৭ উইকেট হারায় টাইগাররা। এই হারের দায় নিজের কাঁধেই নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ । 

তবে, দ্বিতীয় ওয়ানডেতে মাঠে শুক্রবার (৮ নভেম্বর) সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলছেন, দায় আসলে শারজার উইকেটের। ১২ রানে শেষ ৭ উইকেট হারানোর ব্যাখ্যায় এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি শান্তকে বারবার বলছিলাম এই উইকেটে আমাদের দুজনের যেহেতু খেলতে সমস্যা হচ্ছে পরের ব্যাটারদের জন্য অনেক কঠিন হবে।'

'হঠাৎ করে উইকেট স্লো টার্নিং হচ্ছিল, কখনও সোজা আসছিল, বোঝা যাচ্ছিল না কোন বল সোজা যাবে কোনটা টার্ন করবে'-যোগ করেন মিরাজ।

ম্যাচে আফগান স্পিনার গাজানফার একাই ৬ উইকেট শিকার করে বাংলাদেশের তরী ডুবিয়ে দেন। তার ঘূর্ণিজাদুর সামনে অসহায় আত্মসমর্পণ করেন বাংলাদেশি ব্যাটাররা।

যদিও বাংলাদেশি ব্যাটারদের এমন হতশ্রী পারফরম্যান্স যে শারজাতেই দেখা গেছে তা নয়। ঘরের মাঠে সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও ব্যাটাররা হালে পানি পাননি। এর আগের সিরিজগুলোতেও ব্যাটিং নিয়ে ভুগেছেন ব্যাটাররা। তাই সমস্যা আসলে উইকেটে, না নিজেদের মানসিকতায়–সেটা আরেকটু তলিয়ে ভাবতে পারেন মিরাজরা।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি