আফগানদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা
প্রকাশিত : ১৩:০৩, ৮ জুলাই ২০২৩
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তামিম না থাকলেও সিরিজে ঘুরে দাঁড়াতে মারিয়া টাইগাররা। এদিকে, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় আফগানিস্তান।
চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার দুপুর ২টায়।
ঘরের মাঠে গত বছরের শেষে ভারতের বিপক্ষে সিরিজ জয়। এরপর দেশ ও দেশের বাইরে আয়ারল্যান্ডকে গুড়িয়ে দেয়ার পর একমাত্র টেস্টে আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেও প্রথম ওয়ানডেতে যেন অচেনা বাংলাদেশ।
ব্যাটারদের ব্যর্থতায় বৃষ্টি আইনে ১৭ রানে হেরে যায় লাল সবুজের প্রতিনিধিরা। তবে প্রথম ওয়ানডের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ।
তামিম না থাকায় এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস।
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানদের বিপক্ষেই। মেগা ইভেন্টের আগে এই দলের সাথে তাই কোনোভাবেই সিরিজ হাতছাড়া করতে চায়না টাইগাররা।
এদিকে, প্রথম ওয়ানডে জিতে দারুণ আত্মবিশ্বাসি আফগানিস্তান। ছন্দ ধরে রেখে টেস্ট হারার প্রতিশোধ নেয়ার পাশাপাশি এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করতে চান রশিদ-গুরবাজ বাহিনী।
এএইচ