ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আফগানিস্তানকে ৩৩৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ৩ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে মিরাজ-শান্তর জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানকে ৩৩৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। 

লাহোরে টস জিতে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। নাঈম শেখের সাথে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ওপেনিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ। ভালো শুরু করেও নাঈম ২৮, আর হৃদয় খাতা খোলার আগে বিদায় নিলেও শান্তকে নিয়ে এগিয়ে যান মিরাজ। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। অন্য প্রান্ত থেকে আফগান বোলারদের তুলোধুনা করে সেঞ্চুরি তুলে নেন শান্ত। এটি শান্তর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। মিরাজ ১১২ রানে রিটায়র্ড হার্ট হয়ে ফিরলেও শান্ত আউট হয়েছে ১০৪ রানে। মুশফিকুর রহিম করেছেন ১৫ বলে ২৫ রান।  

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি