ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ১৭ জুন ২০১৮ | আপডেট: ০৯:০৯, ১৭ জুন ২০১৮

আফগানিস্তানে এক আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০ জন। হতাহতদের মধ্যে বেসামরিক লোক, নিরাপত্তা বাহিনীর সদস্য ও তালেবানদের সদস্যরা রয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি।  

শনিবার দেশটির পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে বোমা হামলার এ ঘটনা ঘটে। এদিন নানগারহারে জড়ো হওয়া সৈন্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লেভেন্ট (আইএসআইএল, যা আইএসআইএস নামেও পরিচিত) এই হামলার দায় শিকার করেছে।

আত্তাউল্লাহ খোগিয়ানি বলেন, জালালাবাদ থেকে ২৫ মিলোমিটার দূরে রোদাত জেলায় এই হামলা চালানো হয়। রমজাস মাস শেষে দেশটিতে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে এক অনুষ্ঠান উদযাপনে তারা সেখানে জড়ো হয়েছিলেন।

প্রসঙ্গত, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির ঘোষণা অনুযায়ী দেশটিতে তালেবানের সঙ্গে সাময়িক অস্ত্রবিরতি চলছে। ঈদ উপলক্ষে তিনি গত বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছিলেন। সেদিন আশরাফ ঘানি জানান, ২৭ রমজান (১৩ জুন) থেকে ঈদের পঞ্চম দিন (২০ জুন) পর্যন্ত এ অস্ত্রবিরতি কার্যকর থাকবে।

সূত্র: আল জাজিরা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি