ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২১ মার্চ ২০২৪

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে একটি ব্যাংকের বাইরে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

আজ বৃহস্পতিবার দেশটির প্রাদেশিক এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতির পরিচালক ইনামুল্লাহ সামাঙ্গানি এএফপি’কে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী আজ স্থানীয় সময় সকাল প্রায় ৮টার দিকে কান্দাহার শহরে আত্মঘাতী হামলায় তিনজন আফগান নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি