আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮০
প্রকাশিত : ১৪:৩০, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৬:৪৭, ৩১ মে ২০১৭
আফগানিস্তানের কাবুলে কূটনৈতিক পাড়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো সাড়ে তিনশ। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশংকা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠি এ হামলার দায় স্বীকার করেনি।
হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের কূটনৈতিক পাড়া। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের ব্যস্ততম সময়ে এই বিস্ফোরণ।
পুলিশ জানায়, জানবাক স্কোয়ারে জার্মান দূতাবাসের কাছে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। ওই এলাকায়ই রয়েছে প্রেসিডেন্ট প্যালেস। রয়েছে ব্রিটেন, ভারতসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণটি এতো শক্তিশালী ছিল যে এতে কয়েকশ’ মিটার দূরের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এখনও দূতাবাসের কোন কর্মীর নিহতের খবর পাওয়া যায়নি। আহতদের কাবুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে কাবুলে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। তবে প্রায় ১০ ফুট উচ্চতার দেয়াল আর কড়া নিরাপত্তা বেষ্টনীর মাঝে কিভাবে এ ধরণের হামলা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন