ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে ড্রোন হামলায় ১৭ জঙ্গি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ২৭ ডিসেম্বর ২০১৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর নানগারহারে ড্রোন হামলায় অন্তত ১৭ আইএস জঙ্গি নিহত হয়েছে। ন্যাটো নেতৃত্বাধীন যৌথ বাহিনী জঙ্গি গোষ্ঠী আইএসের গোপন আস্তানা লক্ষ্য করে এ হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ১৭ জঙ্গি নিহত হয়।

গত মঙ্গলবার এক বিবৃতিতে প্রাদেশিক সরকার এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটো নেতৃত্বাধীন যৌথ বাহিনী সোমবার রাতে আচিন ও হাসাকা মিনা এলাকার আইএসের গোপন আস্তানায় ড্রোন হামলা চালিয়ে এসব জঙ্গিকে হত্যা করে। এতে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস হয়। হামলায় নিহত জঙ্গিদের মধ্যে আইএস গ্রুপের সঙ্গে জড়িত দুই বিদেশি নাগরিকও রয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অভিযানে কোনো বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা ঘটেনি। আফগান বাহিনী আইএস অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশেসহ সারা দেশে জঙ্গি বিরোধী অভিযান জোরদার করেছে। ওই এলাকায় আইএসের আধিপত্য বেশি বলে জানা গেছে। শুধু তাই নয়, ওই এলাকা দিয়েই নতুন করে জঙ্গিরা আইএসে প্রবেশ করছে বলেও অভিযোগ করা হয় ওই প্রতিবেদনে। ২০১৫ সালের শুরু থেকে নানগারহারে আইএসের আবির্ভাব ঘটে।

সুত্র: জিনহুয়া

এমজে/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি