আফগানিস্তানে দুই মসজিদে বোমা হামলা, নিহত ৭২
প্রকাশিত : ১০:২৭, ২১ অক্টোবর ২০১৭
আফগানিস্তানের দু্টি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৭২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় কাবুলের পশ্চিমাংশ দাস্ত-ই-বারসি এলাকার ইমাম জামান শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে নিহত হয় অন্তত ৩৯ জন। এর কিছু সময় পর গর প্রদেশের একটি সুন্নি মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। দেশটির একটি সেনাছাউনিতে হামলা চালিয়ে ৪৩ জন সেনাসদস্যকে হত্যার একদিন পরই এসব হামলার ঘটনা ঘটল।
ইমাম জামান মসজিদে হামলার একজন প্রত্যক্ষদর্শীর জানায়, সেখানে আত্মঘাতী হামলাকারী প্রথমে নামাজে দাঁড়ানো শিয়া মুসলমানদের ওপর গুলি চালায় এবং পরে বোমার বিস্ফোরণ ঘটায়।
সে বলেন, হামলার সময় ওই মসজিদে ‘যুদ্ধের পরিস্থিতি’সৃষ্টি হয়। আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণের আগে নামায পড়তে থাকা লোকজনের ওপর গুলি চালায়। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে উদ্ধার তৎপরতা শুরু করে।
এদিকে গর প্রাদেশিক পুলিশের মুখপাত্র ইকবাল নেজামি জানান, স্থানীয় এক রাজনীতিবিদকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলায় ওই নেতাও নিহত হয়েছেন বলে প্রাদেশিক গভর্নর জানান। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তদন্তকারীরা ঘটনাস্থলে গেছেন এবং বিস্ফোরণের ধরন বোঝার চেষ্টা করছেন।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে সংখ্যালঘু শিয়াদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে, যার দায় স্বীকার করেছে আইএস। তবে শুক্রবারের দুই হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে তাত্ক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: বিবিসি, রয়টার্স।
এম
আরও পড়ুন