ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

আফগানিস্তানে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতি বোমা হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ১৮ জুন ২০১৭ | আপডেট: ১৬:২৫, ১৮ জুন ২০১৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকতিয়া প্রদেশে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতি বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৬টার দিকে ৫ জন আত্মঘাতি হামলাকারী পুলিশ সদর দপ্তরে হামলা চালায়। এসময় একজন সদর দপ্তরের প্রবেশ পথে একটি গাড়িতে আত্মঘাতি বোমা চালায়। বাকিরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ রয়েছে। নিহতের সংখ্যা বাড়বে বলে আশংকা করা হচ্ছে। আহত হয়েছে আরো ৩০জন। এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবানরা।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি