ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আফগানিস্তানে ব্র্যাকের ২ কর্মকর্তা অপহরণ, উদ্ধারে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা

প্রকাশিত : ০৯:৪২, ১৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:০১, ১৯ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

আফগানিস্তানে ব্র্যাকের দুই কর্মকর্তা অপহরণের ঘটনায় তাদের বাড়ি পাবনায় পরিবারের সদস্যদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকন্ঠা। জীবন নিয়ে শঙ্কায় পরিবার। উদ্ধারে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা। অপহরণের খবর পেয়ে উৎকন্ঠায় স্তব্ধ গোটা পরিবার। পাবনা সদর উপজেলার দুবলিয়া পুরাতন পাড়া গ্রামে সিরাজুলের স্ত্রী লতা খাতুন এভাবে স্বমীর ছবি আকড়িয়ে কন্নায়  ভেঙ্গে পড়েছেনে।  তার মতো পরিবারের অন্যসদস্যদেরও একই অবস্থা। ২০১২  সালে ব্র্যাক কর্মকর্তা হিসেবে সিরাজুল আফগানিস্তানে যোগ দেন। সব শেষ গ্রামে বাড়িতে ঘুরে যান , গতমাসে। স্বজনরা বলছেন, তার অপহরনের পর ব্র্যাক কর্তৃপক্ষ তাদের পাশে এসে দাড়ায়নি। অপহৃত আরেক ব্র্যাক কর্মকর্তা হাজী শওকতের বাড়ি একইে জেলার ফরিদপুর উপজেলার হাঙরাগাড়ি গ্রামে। প্রবাসে এমন অপহরনের ঘটনায় উদ্বিগ্ন প্রতিবেশীরাও। তাদের উদ্ধার করতে দ্রুত পদক্ষেপ নেয়া দাবি জানিয়েছেন এলাকাবাসি ও স্বজনরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি