ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে স্টেডিয়ামে বোমা হামলায় নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ১৯ মে ২০১৮

আফগানিস্তানের একটি স্টেডিয়ামে সিরিজ বোমা হামলায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত অর্ধশত মানুষ।

শুক্রবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে বোমা হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রাদেশিক কাউন্সিলর সোহরাব কাদেরি জানান, রমজান উপলক্ষে জালালাবাদের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই ফুটবল স্টেডিয়ামটিতে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এ ঘটনায় উগ্রবাদীরা ক্ষিপ্ত হয়ে হামলা করেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, নাঙ্গারহার প্রাদেশিক সরকারের এক মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানান, স্টেডিয়ামটিতে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। আহত হন অন্তত ৪৩ জন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ।

পাকিস্তানের সীমান্তবর্তী নাঙ্গারহার প্রদেশে চলতি বছর সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে সরকারি হিসাব রক্ষণ অফিসে সমন্বিত হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছিলেন।

সূত্র: রয়টার্স

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি