ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

আফগানিস্তানে হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ২১ জানুয়ারি ২০১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টালে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে হোটেলের নিরাপত্তারক্ষীদের দিকে গুলি করতে করতে হামলাকারীরা হোটেলে ঢুকে পড়ে।  হামলার এ ঘটনায় দু`জন হামলাকারীসহ ৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বন্দুকধারীদের এ হামলায় ৬ আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। তবে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো আরও কয়েকজনের নিহত হওয়ার খবর প্রচার করছে। কারণ তখন হোটেলটিতে ৪১ জন বিদেশিসহ ১৫৩ জন লোক ছিলো।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, হোটেলটিতে এ সময় তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি সম্মেলন চলছিলো। যেখানে দেশটির বিভিন্ন প্রদেশ থেকে আসা কর্মকর্তারা যোগ দিয়েছিলেন।

এই হামলাটি এমন একটি সময়ে হলো, যখন এর মাত্র কয়েক দিন আগেই কাবুলে থাকা মার্কিন দূতাবাস সেখানকার হোটেলগুলো নিয়ে একটি সতর্ক জারী করেছিল।

অস্ত্রধারীরা কী করে হোটেলে প্রবেশ করলো তা অনুসন্ধান করতে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

সূত্র: বিবিসি, রয়টার্স

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি