ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে ৫১ জঙ্গি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ২৮ জুলাই ২০১৭

আফগানিস্তানে সামরিক বাহিনীর অভিযানে অন্তত ৫১ জঙ্গি নিহত ও আরো ৪৬ জন আহত হয়েছে। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জঙ্গিদের বিভিন্ন গোপন ঘাঁটি লক্ষ্য করে অত্যন্ত পরিকল্পিতভাবে ২৬ দফা সামরিক অভিযান চালানো হয়। এসবের মধ্যে ১০টি বিশেষ অভিযান ছিল।

বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে কারী আসাদুল্লাহ নামে পরিচিত স্থানীয় তালেবান নেতাও রয়েছে।

দেশটির ৩৪টি প্রদেশের ১৬টিতে এ সামরিক অভিযান চালানো হয় উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, আফগান বিমানবাহিনীর সদস্যরাও এ ব্যাপক অভিযানে অংশ নেয়। তবে এ অভিযানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি