ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

আফগানিস্তানের আইএস প্রধান নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ৮ মে ২০১৭ | আপডেট: ১৫:২২, ৮ মে ২০১৭

মার্কিন জোটের হামলায় আফগানিস্তানের আইএস প্রধান শেখ আব্দুল হাসিব নিহত হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ও আফগান প্রেসিডেন্টের কার্যালয় এ খবর নিশ্চিত করেছে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকোলসন জানান, গেল ২৭ এপ্রিল পূর্বাঞ্চলে নানগরহার প্রদেশে আফগান ও মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হয় আব্দুল হাসিব। কাবুলে হাসপাতালে হামলা, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল হাসিব। ইরাক ও সিরিয়ায় আইএসের সঙ্গে যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো সে।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি