ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আফরিনে হামলা বন্ধ করুন: তুরস্ককে রুহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রের পর আফরিনে সামরিক অভিযান সমাপ্ত করতে তুরস্ককে আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এ অভিযান সমাপ্ত না হলে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে, এমন আশঙ্কাই সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান তিনি। যুদ্ধ উভয় পক্ষেরই মৃত্যু বয়ে আনে বলে দাবি করেন তিনি।

গতকাল মঙ্গলবার হাসান রুহানি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা মনে করি কোন দেশে সামরিক হস্তক্ষেপ চালাতে হলে ওই দেশের অনুমতি নিয়েই চালাতে হয়। তাই আমরা বিশ্বাস করি তুরস্ক খুব শিগগিরই দেশটিতে সামরিক হস্তক্ষেপ চালানো বন্ধ করবে।

এদিকে তেহরানের বক্তব্যে দেশটিকে আফরিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক কাতারে দাঁড় করিয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কুর্দী যোদ্ধাদের কোন রকম অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ না করতে যুক্তরাষ্ট্রের প্রতিও আহ্বান জানান হাসান রুহানি।

উল্লেখ্য, উত্তর সিরিয়ার একটি অংশ (আফরিন, জিয়াংজি) কুর্দী যোদ্ধারা দখল করে রেখেছে। শুধু তাই নয়, এলাকাটিতে ইসলামিক স্টেট ও ইসরায়েলি বাহিনীর হাত থেকে দখল করে কুর্দী যোদ্ধারা। অবশ্য, একসময় কুর্দী যোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র ও তুরস্ক। তবে নিজস্ব স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে এমন আশঙ্কাই কুর্দী যোদ্ধাদের ওপর হামলা শুরু করে তুর্কী বাহিনী। 

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি