ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আফ্রিকাকে হারিয়েছে ইংল্যাান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ২৮ মে ২০১৭ | আপডেট: ১৭:০০, ২৮ মে ২০১৭

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২ রানে হারিয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড।
সাউদাম্পটনে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৩০ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ৫ উইকেট হারিয়ে ৩২৮ রানেই ইনিংস শেষ হয় প্রোটিয়াদের। এরই সাথে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো ইংলিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রান করেন বেন স্টোক। জস বাটলার অপরাজিত থাকেন ৬৫ রানে। এছাড়া, ৪৫ রান আসে অধিনায়ক এউইন মরগানের কাছ থেকে। দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৮ রান করেন ওপেনার ডি কক। আর ৫২ রান আসে এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি