ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আফ্রিকান-ইউরোপীয়ান ফুটবলাররা চারবেলা খায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ১০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ফের বিস্ফোরক মন্তব্য করেছেন। ইউরোপের দলগুলোর কাছে লাতিন আমেরিকার দলগুলোর নাস্তানুবাদের পেছনে আফ্রিকান-ইউরোপীয়ান ফুটবলারদেরই দেখছেন দ্য হ্যন্ড অব গড।

টেলিসার নামক একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে দেওয়ার সময় ম্যারাডোনা জানান, সেমিফাইনালে আসা চারটি দলে আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়ের আধিক্য অনেক বেশি। পরিসংখ্যানও আসলে তেমনটাই বলে। সেমিতে উঠা ফ্রান্স দলের মধ্যে ৭৮.৩ শতাংশ খেলোয়াড় (২৩ জনের মধ্যে ১৪ জন) আফ্রিকার ভিন্ন ভিন্ন ১১টি দেশে জন্মেছে। ইংল্যান্ড ও বেলজিয়ামের ক্ষেত্রে সেটি ৪৭.৮ শতাংশ।

তবে ম্যারাডোনা পেশাদার ফুটবল লিগে ‘মাফিয়া’ বিষয়ে সমালোচনা করতে ভুলেননি। তিনি এই বিষয়ে বলেন, ‘আফ্রিকান খেলোয়াড়দের ইউরোপে এনে জাতীয়তা দেওয়া হয়। আর খেলোয়াড়রাও সম্মত হচ্ছে কারণ তাতে তাদের জীবিকার উন্নতি হয়। আফ্রিকান খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার সুযোগ চায়। তারা চার বেলা খাবার চায়। কিন্তু যেভাবে তাদের পাচার করা হচ্ছে তা খুবই চিন্তার একটি বিষয়। বড় বড় দলগুলোই এমনটা করছে।’

সূত্র: ডিএনএ ইন্ডিয়া


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি