ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আফ্রিদিকে ছক্কা মেরেই ফিরলেন লিটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ৬ নভেম্বর ২০২২ | আপডেট: ১০:৩১, ৬ নভেম্বর ২০২২

লিটন দাস

লিটন দাস

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডসের অঘটনে কপাল খুলেছে বাংলাদেশ ও পাকিস্তানের। দুই দলের লড়াই কার্যত রূপ নিয়েছে নকআউট ম্যাচে। যারা জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে। এমন সমীকরণে অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

রোববার অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হওয়া এই ম্যাচে ব্যাট করতে নেমে শান্তর দুই চার আর লিটনের এক ছক্কায় তৃতীয় ওভারেই ২১ রান তুলে ফেলে বাংলাদেশ। তবে ছক্কা হজম করে ওই ওভারেই পঞ্চম বলেই লিটনকে সাজঘরের পথ দেখান পেসার শাহিন আফ্রিদি।

ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো শান মাসুদের হাতে ধরা পড়ে ৮ বলে ১০ রান করে ফেরেন লিটন। এরই সাথে ওই ২১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে এসেই ছক্কা হাঁকান সৌম্য সরকার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে টাইগারদের সংগ্রহ এক উইকেটে ৪০ রান। শান্ত ২১ রানে এবং সৌম্য সরকার ৮ রানে ক্রিজে আছেন।

এদিন একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শরিফুল ইসলাম, ইয়াসির আলি ও হাসান মাহমুদের জায়গায় সুযোগ দেয়া হয়েছে সৌম্য সরকার, নাসুম আহমেদ ও এবাদত হোসাইনকে।

বাংলাদেশ একাদশ 
নাজমুল হোসাইন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসাইন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, এবাদত হোসাইন, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ 
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি