ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবগারি শুল্কের হার কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়িরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ২৯ জুন ২০১৭ | আপডেট: ১৯:২৪, ২৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

নতুন ভ্যাট আইন স্থগিত আর ব্যাংক আমানতে আবগারি শুল্কের হার কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়িরা। দুই বছর প্রস্তুতি নিয়ে ভ্যাট আইন বাস্তবায়িত হলে অর্থনীতিতে সুফল আসবে বলে মনে করেন তারা। তবে, অর্থনীতিবিদরা বলছেন, এরফলে বিঘিœত হবে সরকারের উন্নয়ন কার্যক্রম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে অবশেষে আলোচিত সমালোচিত নতুন ভ্যাট আইন স্থগিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একইসাথে এক লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানত আবগারি শুল্ক মুক্ত রাখা হয়েছে। কমানো হয়েছে এক লাখের বেশি আমানতের আবগারি শুল্কও।
এই সিদ্ধান্ত ব্যবসায়ি এবং ব্যাংকে আমানতকারীদের স্বস্তি দেবে বলে জানান ব্যবসায়ি নেতারা।
তবে, অর্থনীতিবিদ এম এম আকাশের মতে, বাজেট প্রণয়নের ক্ষেত্রে অর্থমন্ত্রীর সামাজিক, রাজনৈতিক দৃষ্টি দুর্বল ছিল। নতুন ভ্যাট আইন স্থগিত হওয়ায় সরকার অন্তত ২০ হাজার কোটি টাকা রাজস্ব হারাবে বলেও জানান তিনি।
দেশে তৈরি মোটর সাইকেল, কম্পিউটার সরঞ্জাম, মুঠোফোনের যন্ত্রাংশ ভ্যাট মুক্ত রাখায় সন্তোষ জানিয়েছেন ব্যবসায়িরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি