ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আবগারী কর আরোপ হলে হুন্ডি উৎসাহিত হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৯:১১, ৩ জুন ২০১৭

ব্যাংকে জমানো টাকার উপর আবগারী কর আরোপ হলে হুন্ডি উৎসাহিত হবে বলে আশংকা করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। প্রস্তাবিত বাজেটের ঘাটতি পুরণে ব্যাংকিং খাতের উপর নির্ভরশীলতার কারনে উৎপাদন ব্যাহত হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে নতুন ভ্যাট আইনের কিছু ধারার সংশোধনও চেয়েছে এফবিসিসিআই।
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করতেই ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সংবাদ সম্মেলন।
সংগঠনের সভাপতি প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়নে বরাদ্দ রাখা আর নিত্যপণ্যকে ভ্যাটমুক্ত রাখায় সাধুবাদ জানান।
প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্য ধরা হয়েছে ২লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা তবে সম্প্রতি রেমিট্যান্স ও রপ্তানিখাত নিম্ন মুখী হওয়ায় রাজস্ব আহরন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন তিনি।
একদিকে ঘাটতি পূরনে ব্যাংক থেকে ঋণ নেয়ার কথা বলা হয়েছে, অন্যদিকে ব্যাংকে ১ থেকে ১০ লাখ টাকার লেনদেনে ৮শ টাকা আবগারী কর ধরা হয়েছে। এটি আর্থিক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে এফবিসিসিআই।
তৈরী পোষাক খাত, আবাসন শিল্প ছাড়াও ৩৮টি নিত্যপণ্য থেকে ভ্যাট প্রত্যাহারেরও দাবী জানিয়েছে সংগঠনটি। স্বাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাট আইন কার্যকরের দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি