ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আবদুর রশীদ তারা মাস্টারের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০৯:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১০:৫৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর কিশোরগঞ্জ, নরসিংদী ও গাজীপুর অঞ্চলের সাব-সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুর রশীদ তারা মাস্টারের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।

১৯৬২ সালে শিক্ষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আবদুর রশীদ তারা মাস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় যোগ দেন।

তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় ১৯৬২ সালে কপালেশ্বর হাইস্কুল, ১৯৭৩ সালে সাগরদি গার্লস হাইস্কুল ও মনোহরদী কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯৭৬ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের হামলায় নিহত হন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায় বীর আহম্মদপুরে মিলাদ ও দোয়া মাহফিল এবং কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।  

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি