আবারও কারাদণ্ড পেলেন রবার্তো কার্লোস
প্রকাশিত : ১৪:৫৫, ২৪ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৫৬, ২৫ আগস্ট ২০১৭
খেলোয়াড়ি জীবনে রবার্তো কার্লোস গড়েছেন বর্ণাঢ্য এক ক্যারিয়ার। গোলার মতো শট, রক্ষণ থেকে আক্রমণ, সমানে চষে বেড়িয়েছেন মাঠ। এবার বিশ্বকাপজয়ী সাবেক এই ব্রাজিলিয়ানের ক্যারিয়ারে কারাদণ্ডের দাঁগ পড়ে গেল।
সন্তানদের ভরণপোষণের খরচ না দেওয়ায় সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে রিও ডি জেনিরোর বিচার বিভাগ। সাবেক সঙ্গিনী বারবারা থার্লারের কাছে তাঁর ৬১ হাজার রিয়াল (২০ হাজার ডলার) বকেয়া আছে। ওই টাকা না দেওয়ার পেছনে নিজের অর্থনৈতিক দুরবস্থাকে কারণ হিসেবে দেখিয়েছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।
ক’দিন আগেই নবম সন্তানের বাবা হয়েছেন তিনি। বর্তমান স্ত্রী মারিয়ানা লুসোনের নাম অনুসারে মেয়ের নাম রেখেছেন মারিয়ানা। এরই মধ্যে সাবেক প্রেমিকা তাঁকে আদালতে নিলেন।
এর আগে ২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের মিডফিল্ডার এডিলসন সিলভা ফেরেইরা একই কারণে দুবার জেলে গেছেন। ভরণপোষণের খরচে তাঁর বকেয়া ছিল ৪ লাখ ৩০ হাজার রিয়াল (১ লাখ ৩৬ হাজার ডলার)। সূত্র: মার্কা।
আর/ডব্লিউএন