ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আবারও জনপ্রিয় হচ্ছে ফুটবল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ১২ সেপ্টেম্বর ২০১৮

বিভিন্ন উদ্যোগের ফলে আবারো জনপ্রিয় হচ্ছে ফুটবল। সাম্প্রতিক সময়ে ফুটবল ফেডারেশনের নেয়া উদ্যোগে মাঠে উত্তেজনা ছড়াচ্ছে ফুটবল, বাড়ছে দর্শক। সারাদেশে জনপ্রিয় এই খেলায় পৃষ্ঠপোষকতা বাড়ানোর দাবি জানিয়েছেন ফুটবলভক্তরা।

গ্রাম থেকে শহর- সব জায়গাতেই এক সময় ব্যাপক জনপ্রিয় ছিলো ফুটবল খেলা। গ্রামেও খেলা দেখার জন্য মাঠের চারপাশে তিল ধারনের ঠাঁই থাকতো না। আর জাতীয় পর্যায়ের খেলায় উপচে পড়তো দর্শক।

এক সময় আবাহনী- মোহামেডানের খেলা মানেই ছিলো দর্শকদের উন্মাদনা। কায়সার হামিদ, কাজী সালাহ উদ্দিন, শেখ আসলামদের নাম ছিলো মানুষের মুখে মুখে। ৯০ এর দশকের পর থেকে ধীরে ধীরে কমতে থাকে ফুটবলের জনপ্রিয়তা। তবে, সাম্প্রতিক সময়ে নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে আবারো প্রাণ ফিরে পেতে শুরু করেছে দেশের ফুটবল। বাড়ছে দর্শক।

ফুটবল খেলা জনপ্রিয়তা হারানোর জন্য দেশে ক্রিকেটের উত্থান এবং ফুটবলের পৃষ্ঠপোষকতা কমে যাওয়াকে অন্যতম কারণ মনে করেন দর্শকরা।

একইসাথে স্কুল পর্যায় থেকে যে সব লীগ ছিলো তা আবার চালুর দাবি তাদের।

স্টেডিয়ামের বাইরে টিকিট বিক্রেতাদের হাঁক-ডাক, লাল সবুজের পতাকা আর দর্শকদের ভীড় নতুন করে আশা জাগাচ্ছে ফুটবল অঙ্গনে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি