ঢাকা, রবিবার   ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আবারও পুরোদমে চালু হচ্ছে দৈনিক ভোরের কাগজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ২৭ মার্চ ২০২৫ | আপডেট: ২০:১৭, ২৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘ বিরতির পর আবারও পুরোদমে চালু হচ্ছে দৈনিক ভোরের কাগজ। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় খুলে দেওয়া হয়েছে। এজন্য প্রতিষ্ঠানের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে অবিলম্বে কাজে যোগদানের অনুরোধ জানিয়েছে ভোরের কাগজ কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে  প্রতিষ্ঠানটি। 

এতে আরও জানানো হয়, ভোরের কাগজ' কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ বহির্ভূত কিছু অনাকাঙ্খিত ঘটনার কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১২ ধারা মোতাবেক ২০ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করেন। উদ্ভূত পরিস্থিতি নিরসন হওয়ায় আজ ২৭ মার্চ আবারও ভোরের কাগজের প্রধান কার্যালয় খুলে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে অবিলম্বে কাজে যোগদানের জন্য বলা হলো।

এতে আরও জানানো হয়, প্রধান কার্যালয় বন্ধ থাকলেও ভোরের কাগজের প্রকাশনা অব্যাহত ছিল। আমরা আশা করছি, আগামী দিনে নতুন আঙ্গিকে আরো সমৃদ্ধ হয়ে পাঠকের কাছে ভোরের কাগজ পৌঁছে দিতে সক্ষম হবো। 

ভোরের কাগজের প্রধান কার্যালয় পুরোদমে চালু হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির ডিজিটাল বিভােগের প্রধান মিজানুর রহমান সোহেল বলেন,  কার্যালয় সাময়িক বন্ধ থাকলেও সার্বিক কার্যক্রম ব্যাহত হয়নি। বাহির থেকে সকল কার্যক্রম পরিচালিত হয়েছে। তবে, উদ্ভূত পরিস্থিতি নিরসনের পর, এখন থেকে অফিস থেকেই নিয়মিত কার্যক্রম চালানো হবে।

এর আগে, চলতি বছরের ২৫ জানুয়ারি দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়। 

১৯৯২ সালে যাত্রা শুরু করে ভোরের কাগজ। বর্তমানে রাজধানীর মালিবাগে পত্রিকাটির প্রধান কার্যালয় অবস্থিত।

 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি