ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও ফিরছেন মাধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ১১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১২:৩৬, ১১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সুন্দর হাসি আর অসাধারণ নৃত্য কৌশল মাধুরীকে করেছে বিখ্যাত। এই দুয়ের টানে দর্শক আজও তাকে পর্দায় খোঁজেন। অবশেষে দর্শকদের সেই প্রতিক্ষার প্রহর ভাঙলো। চার বছর পর আবারও বলিউড সিনেমাতে ফিরলেন মাধুরী।

সর্বশেষ তার অভিনীত ‘গুলাবি গ্যাং’ সিনেমাটি ২০১৪ সালে মুক্তি পেয়েছিল। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি এ গুণী অভিনেত্রীকে। এবার কমেডি সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন হচ্ছে তার। সিনেমার নাম ‘টোটাল ধামাল’। পরিচালনা করছেন ইন্দ্র কুমার। এ সিনেমাতে তার নায়ক অনিল কাপুর ও অজয় দেবগন। পর্দায় এ দুজনের রসায়ন দর্শক দারুণভাবে পছন্দ করেছেন। অনিল কাপুরের বিপরীতে ১৭ বছর আগে ‘পুকার’ সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। অন্যদিকে ১৬ বছর আগে সর্বশেষ অজয় দেবগনের বিপরীতে মাধুরী অভিনয় করেছিলেন ‘ইয়ে রাস্তে হে পেয়ার কে’ এবং ‘লজ্জা’ সিনেমাতে।

এতদিন পর নতুন করে মাধুরী এ দুই অভিনেতার সঙ্গে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন বলে দারুণ খুশি।

এ বিষয়ে তিনি বলেন, ‘অনিল কাপুর ও অজয় দেবগন দুজনের সঙ্গেই আলাদা আলাদা করে আমি কাজ করেছি। তাদের সঙ্গে আমার জুটি দর্শক অনেক পছন্দও করেছে। এবার তাদের দুজনকে একসঙ্গে নিয়ে পর্দায় আসছি। আশা করছি ‘টোটাল ধামাল’ সুন্দর একটি সিনেমা হবে।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি