ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন উত্তর কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ৪ নভেম্বর ২০২৪ | আপডেট: ১২:১৭, ৪ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বিশ্ব ফুটবলে খুব একটা পরিচিতি নেই উত্তর কোরিয়ার। তবে নারীদের বয়সভিত্তিক ফুটবলে বরাবরই শক্ত প্রতিপক্ষ তারা। এই বয়সভিত্তিক ফুটবলে  দেশটির জয় রথ চলছেই। কদিন আগে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে তৃতীয় শিরোপার স্বাদ পেয়েছিল উ. কোরিয়া। সেই রেস না কাটতেই এবার অনূর্ধ্ব-১৭ নারী দল বিশ্বকাপ নিয়ে গেছে দেশটিতে। ৪২ দিনের ব্যবধানে দ্বিতীয় ফিফা বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে দেশটির নারী ফুটবলাররা।

ডমিনিকান রিপাবলিকে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে উ. কোরিয়া। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়া ম্যাচ টাইব্রেকারে গড়ালে সেখানে ৪-৩ ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতে উত্তর কোরিয়া। 

এই শিরোপার সুবাদে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল এখন উত্তর কোরিয়া।

ম্যাচে দারুণ পারফর্ম করেছেন উত্তর কোরিয়া গোলরক্ষক পার্ক জু গোং। তিনবার স্পেনের মেয়েদের গোল বঞ্চিত করেছেন তিনি। টাইব্রেকারেও ফিরিয়েছেন এক শট। স্পেনের অন্য শট যায় গোলবারের অনেকটা বাইরে দিয়ে।

যদিও গোলশূন্য প্রথমার্ধ শেষে ফাইনালে লিড ঠিকই নিয়েছিল স্পেন। সেলিয়া রদ্রিগেজের ঠাণ্ডা মাথার ফিনিশে ৬১ মিনিটে গোল পেয়ে যায় ইউরোপের প্রতিনিধিরা। সেখান থেকে ম্যাচে ফিরতে উত্তর কোরিয়ার সময় লেগেছে ৫ মিনিট। ৬৬ মিনিটেই ইল চং জনের গোলে সমতায় ফেরে তারা। এই পর ম্যাচের ফল আসে টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে জয় নিশ্চিত হয় উত্তর কোরিয়ার।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি