ঢাকা, রবিবার   ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও বাড়ল স্বর্ণের দাম, গড়ল নতুন রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:২৯, ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের দাম বৃদ্ধি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। এটি দেশের ইতিহাসে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।

বাজুস শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম আগামীকাল রোববার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয়ভাবে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম হবে ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার ২৭১ টাকা। বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে, তবে গহনার নকশা ও মান অনুসারে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে, গত ১০ এপ্রিল স্বর্ণের দাম কিছুটা কমিয়ে ২২ ক্যারেটের দাম ভরিতে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তবে তার মাত্র দুই দিনের মাথায় আবার বড় ধরনের মূল্যবৃদ্ধি হলো। চলতি বছর এ নিয়ে ২০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৫ বার দাম বেড়েছে, কমেছে মাত্র ৫ বার। আর গত ২০২৪ সালে সারা বছরে ৬২ বার দাম পরিবর্তন হয়েছিল, যার মধ্যে ৩৫ বার মূল্যবৃদ্ধি ও ২৭ বার মূল্য হ্রাস পেয়েছিল।

স্বর্ণের দামে এই বড় লম্ফঝম্ফের মধ্যেও দেশের রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপা এখনও প্রতি ভরি ২ হাজার ৫৭৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ১ হাজার ৫৮৬ টাকায়।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি