আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
প্রকাশিত : ১০:০৩, ১০ মার্চ ২০২৩
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে আবারও স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।
বৃহস্পতিবার (৯ মার্চ) কোরীয় উপদ্বীপের কাছে পীতসাগরে এটি ছোড়া হয়। খবর এএফপির।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে দিনদিন বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র এসব ক্ষেপণাস্ত্র গুলি করে নামানোর চেষ্টা করলে তা যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে মঙ্গলবার (৭ মার্চ) কঠোর হুঁশিয়ারি দেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। তার এমন হুঁশিয়ারির একদিন পরই নতুন করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর দেশটির নেতা কিম জং উন সেনাবাহিনীর একটি ইউনিটের সামরিক প্রদর্শনী দেখেন। তবে কিম কী ধরনের অস্ত্রের প্রদর্শনী দেখেছেন, প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উত্তর কোরিয়ার উপকূলীয় শহর নাম্পো থেকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এটি কোরীয় উপদ্বীপের কাছে পীতসাগরে গিয়ে পড়ে বলেও দাবি করে সিউল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এ মাসের শেষ দিকে 'ফ্রিডম শিল্ড' নামে বড় ধরনের যে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে, সেটিকে কেন্দ্র করেই নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছেন কিম জং উন। এর মাধ্যমে ওয়াশিংটন-সিউলকে পিয়ংইয়ং পরোক্ষভাবে হুমকি দিচ্ছে বলেও মত অনেকের।
এমএম/
আরও পড়ুন