আবারও সংলাপে বসতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট
প্রকাশিত : ১১:৪২, ৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৪২, ৪ নভেম্বর ২০১৮
আবার সংলাপে বসতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। এ জন্য তারা রোববার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চিঠি দেবে বলে জানা গেছে।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের বৃহৎ শরিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, এখনই তফসিল ঘোষণা না করার অনুরোধের বিষয়টিও প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।
অপরদিকে একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ঘোষিত জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র নির্বাচিত হয়েছেন ফ্রন্টের প্রধান শরিক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে গণফোমারের মহাসচিব মোস্তফা মহসীন মন্টুকে।
এসএ/
আরও পড়ুন