ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আবারও হাসপাতালে পেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ৯ ডিসেম্বর ২০২১

আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলেকে। স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের পক্ষ থেকে এক বার্তায় এ কথা জানানো হয়েছে। তারা জানায়, পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং কয়েকদিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হবে।

মূলত তার কোলন টিউমারের চিকিৎসার জন্যই আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেটার অস্ত্রপচার করা হয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরে (৪ তারিখ)। সে সময় তিনি প্রায় এক মাস হাসপাতালে ছিলেন।

হাসপাতাল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এবার মূলত কেমোথেরাপি দেওয়ার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার কোলন টিউমারের চিকিৎসায় কোমোথেরাপি প্রয়োজন। 

গত মাসে ৮১ বছর বয়সী পেলে এক টুইট বার্তায় বলেছিলেন, তিনি ভালো আছেন এবং ভালোবোধ করছেন। দিন দিন তার উন্নতি হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি