ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও হৃতিক-ক্যাটের রসায়ন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ২৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডে উড়ছে নতুন খবর। এবার নাকি ক্যাট ও হৃতিকের রসায়ন দেখবে দর্শক। তেমনটাই শোনা যাচ্ছে। গুঞ্জন রটেছে, নতুন সিনেমা ‘ব্যাং ব্যাং রিলোডেড’ সিনেমায় তাদের দেখা যাবে।

বলিউড সুত্রে খবর, এক সময়ের হিট সিনেমা ‘ব্যাং ব্যাং’র সিক্যুয়াল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এমনকী সিনেমার নাম রেজিস্ট্রার করার জন্যও ছোটাছুটি করছেন পরিচালক।

যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাননি প্রযোজক পরিচালক কেউই। তবে কাস্টিং আপাতত পরিবর্তন করতে রাজি নন সিদ্ধার্থ। কিন্তু একান্তই যদি দুই তারকার ডেট সংক্রান্ত কোনও সমস্যা হয় তাহলে হয়তো পরিবর্তন হতে পারে।

এদিকে পরিচালকের প্রথম পছন্দ হৃতিক-ক্যাটরিনা জুটিই। আর এ বিষয়ে প্রাথমিক কথাও নাকি বলেছেন পরিচালক। এখন শুধু সময়ের অপেক্ষা।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি