আবারো বিএপিএলসির প্রেসিডেন্ট হলেন আজম জে চৌধুরী
প্রকাশিত : ১৫:৪১, ১৯ ডিসেম্বর ২০১৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) প্রেসিডেন্ট পদে ২০২০-২১ মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন এমজেএল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী।
সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ। সম্প্রতি বিএপিএলসির কার্যালয়ে সংগঠনটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০২০-২১ মেয়াদের জন্য নির্বাচিত বিএপিএলসির নির্বাহী কমিটির সদস্যরা হলেন- এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, প্রগতি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ এম আলতাফ হুসাইন, ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান মনজুরুল ইসলাম, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) চেয়ারম্যান রুহুল আমিন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক মোহাম্মদ ইউনুস, উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, দেশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া কাদের, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফরহাদ আহমেদ, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের পরিচালক শাহরিয়ার আহমেদ, আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম, বিবিএস কেবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু নোমান হাওলাদার, ইনটেক লিমিটেডের চেয়ারম্যান এটিএম মাহবুবুল আলম, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাসান মোর্শেদ চৌধুরী, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমাম শাহীন, সামিট পাওয়ার লিমিটেডের পরিচালক মো. ফয়সাল করিম খান, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের সিএফও ইফতেখার উদ্দিন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এসভিপি ও কোম্পানি সচিব অলি কামাল।-বিজ্ঞপ্তি
আরও পড়ুন