ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

আবারো ১০ টাকা কেজি দরে চাল বিক্রি(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ২৯ আগস্ট ২০১৮

পয়লা সেপ্টেম্বর আবারো শুরু হচ্ছে, ১০ টাকা কেজি দরে সরকারের চাল বিক্রি কর্মসূচি। সারা দেশে ৫০ লাখ পরিবার এই সুবিধা পাবে। মাসে প্রতি পবিবারকে দেয়া হবে ৩০ কেজি চাল।  

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০১৬ সালে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করে সরকার। সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিলে চালু থাকে এ কার্যক্রম। মাসে পরিবার প্রতি দেয়া হয় ৩০ কেজি চাল।

বুধবার রাজধানীর খাদ্য ভবনে চলতি বছরের কর্মসূচি ঘোষণা করেন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সারা দেশে এই সুবিধা ভোগ করবে প্রায় আড়াই কোটি মানুষ।

নির্বাচনের বছর স্বচ্ছভাবে কর্মসূচির বাস্তবায়ন চায় সরকার। এ বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।

২০১৬-১৭ অর্থবছরে ৬ লাখ ৮৫ হাজার মেট্রিকটন এবং ২০১৭-১৮ অর্থবছরে ২ লাখ ৯৮ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়। চলতি অর্থবছর সাড়ে সাত লাখ মেট্রিক টন বরাদ্দ রয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি