আবাসন সমস্যা সমাধানে রাজধানীতে চলছে রিহ্যাব ফেয়ার
প্রকাশিত : ২৩:২৯, ৭ ফেব্রুয়ারি ২০১৯
আবাসন সমস্যা সমাধানে রাজধানীতে চলছে রিহ্যাব ফেয়ার। মেলার দ্বিতীয় দিনেও নেই দর্শনার্থী সমাগম। তবে ছুটির দিনে বিক্রি বাড়বে বলে আশাবাদী অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এদিকে মনের মত আবাসন খুঁজে নিতে রিহ্যাব ফেয়ার গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে বলে মত ক্রেতা ও দর্শনার্থীদের।
‘স্বপ্নীল আবাসন- সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ এই শ্লোগানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে রিহ্যাব ফেয়ার। দ্বিতীয় দিনে মেলায় আসা দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন স্টল।
ক্রেতাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী ফ্ল্যাট ও প্লট কেনার সুযোগ করে দিতে এবারের মেলায় রয়েছে ২০৩টি স্টল। এর মধ্যে রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা ৮৪টি, ১৪টি ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং ২৪টি বিল্ডিং ম্যাটিরিয়ালস। ৩০টি প্রতিষ্ঠান কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে।
সাধ ও সাধ্যের মধ্যে আবাসন খুঁজে নিতে এই মেলা সহায়ক বলে জানালেন দর্শনার্থীরা। এখনো মেলা জমে উঠেনি, তবে আশাবাদী অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরকে//
আরও পড়ুন