ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবাসিক এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সরে যেতে হবে ৬ মাসের মধ্যে

প্রকাশিত : ১৫:২৬, ৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:১০, ৪ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীসহ সব শহরের আবাসিক এলাকা থেকে ৬ মাসের মধ্যে সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সরে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম নিবন্ধনের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব জানান, আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধনে কোনো ঝুঁকি নেই বলে আশ্বস্থ করেছে মন্ত্রিসভা । দেশের নগর এলাকার আবাসিক প্লট ও ভবনে রেস্টুরেন্ট এবং বারসহ নানা ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা এবং এ সংক্রান্ত সমস্য নিরসনে মন্ত্রীসভাকে অবহিত করে স্থানীয় সরকার বিভাগ। এরইমধ্যে যাদের ট্রেড লাইসেন্স দেয়া হয়েছে তা বাতিল করে গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিছিন্ন করার পাশাপাশি আয়কর নেয়া বন্ধ করার সিদ্ধান্ত দেয় মন্ত্রীসভা।  অনুমোদন পাওয়া এবং অনুমোদনহীন স্কুল, কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, গেস্ট হাউজ, বার, আবাসিক হোটেল এর আওতায় পড়বে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া আবাসিক এলাকায় বেজমেন্ট ও গাড়ি পাকিংয়ের জায়গায় কোনো স্থাপনা থাকলে তা সিটি কর্পোরেশন ও রাজউককে যৌথভাবে অপসারনের নির্দেশ দেয়া হয়েছে বৈঠক থেকে। বৈঠকে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম রেজিস্ট্রেশনের বিষয়েও আলোচনা হয়। এতে কোনো ভয় নেই বলে দেশবাসীকে আস্বস্থ করেছে মন্ত্রিসভা। বলা হয়, কোনো অপারেটর আঙুলের ছাপের অপব্যবহার করলে তিনশ কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। এছাড়া বৈঠকে বিকল্প বিরোধ পদ্ধতিতে মামলা দ্রুত নিষ্পত্তি করতে কোড অব প্রসিডিউর এমেন্ডমেন্ট এক্ট ২০১৬ ভেটিং সাপেক্ষে চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি