ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ৯ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ালো দেশের বৃহৎ রিটেইল চেইন সুপারশপ ‌‘স্বপ্ন’ ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর জেলার পীরগঞ্জ থানার বাবনপুর গ্রামে আবু সাঈদের পরিবারের সাথে স্বপ্ন'র পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করেন রিজিওনাল হেড অফ অপারেশন মো: আব্দুল্লাহ আল মাহবুব। এ সময় তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেন এর হাতে স্বপ্ন’র পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি