আবুধাবি টি-টেন প্লেয়ার্স ড্রাফটে তামিম ইকবাল
প্রকাশিত : ১০:২৮, ১০ অক্টোবর ২০২৩ | আপডেট: ১০:৩০, ১০ অক্টোবর ২০২৩
আবুধাবি টি-টেন ফ্রাঞ্চাইজি লিগের প্লেয়ার্স ড্রাফটে আছেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল।
এবারের খেলোয়াড় ড্রাফটে বিভিন্ন দেশ থেকে ৭৮২ জন অংশ নিচ্ছে। যার মধ্যে বাংলাদেশের তামিম ইকবাল ছাড়াও পাকিস্তানের শহিদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের মতো তারকারাও রয়েছেন।
ড্রাফেটেরর আগেই ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানকে সরাসরি দলে নিয়েছে বাংলা টাইগার্স। আর দিল্লি সরাসরি নিয়েছে আম্বাতি রাইডুকে।
ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের লিটন কুমার দাস। তার সঙ্গে আছেন মোহাম্মদ নবি, আদিল রশিদ, ক্রিস লিনের মতো তারকারা।
এবারের আসরে ৮টি দল অংশ নিচ্ছে।
এএইচ