আবুধাবির পথে ভিঞ্চির ‘সালভেটর মুন্ডি’
প্রকাশিত : ১১:৫৩, ৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:১৬, ১১ ডিসেম্বর ২০১৭
লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ৫০০ বছরের পুরনো চিত্রকর্ম ‘সালভেটর মুন্ডি’ বা ‘বিশ্বের ত্রাণকর্তা’ নিউইয়র্ক থেকে আবুধাবিতে আসছে। খ্রিস্টীয় বিশ্বাসের এই চিত্রকর্মটি সদ্য চালু হওয়া লুভর আবুধাবি জাদুঘরে রাখা হবে। লুভর আবুধাবি জাদুঘরের এক টুইটার বার্তায় এ কথা জানানো হয়। এই মাসের নিলামে চিত্রকর্মটি কেনা হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি টুইটারে।
তবে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চিত্রকর্মটি কিনেছেন এক সৌদি প্রিন্স। নিউইয়র্ক টাইমসের মতে, এই চিত্রকর্মটি কিনেছেন সৌদি প্রিন্স বদর বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ফারহান আল-সৌদ।
‘সালভেটর মুন্ডি’ চিত্রকর্মটি রেকর্ড ৪৪১ মিলিয়ন পাউন্ডে নিউইয়র্কে বিক্রি হয়েছিলো যা শিল্পকর্মের ইতিহাসের সর্বোচ্চ নিলামমূল্য। অজ্ঞাত এক ক্রেতা কিনেছিলেন সেটি।
১৫১২ সালে মারা যান লিওনার্দো দ্য ভিঞ্চি। আর এই ‘সালভেটর মুন্ডি’ চিত্রকর্মটি ১৫০৫ সালের দিকে একেঁছিলেন ধারণা করা হচ্ছে।
সূত্র : বিসিসি
এমআর / এআর