ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবেদনময়ী বিদ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ২২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

৬৩ তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পদক জিতেছেন বলিউড কুইন বিদ্যা বালান। তুমহারি সুলু সিনেমাতে অভিনয়ের জন্য বিদ্যা বালান এ পদক জয় করেন।

২০ জানুয়ারি সন্ধ্যায় বলিউডের প্রায় সব তারকাদের উপস্থিতিতে মুম্বাইতে এ আয়োজন করা হয়।

শাহরুখ খান এবং করণ জোহরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘ব্ল্যাক লেডি’ বা ফিল্ম ফেয়ার পদক তুলে দেওয়া হয়ে গত বছরদের সেরাদের হাতে।

অনুষ্ঠানে বহু তারকার জ্বলমলে উপস্থিতি থাকলেও বিদ্যাকে একটু অন্যরকমই লাগে। কালো শাড়ি পড়া বিদ্যার আবেদনময়ী উপস্থিতি সবাইকে মাত করে দিয়েছে্। ওই অনুষ্ঠানের সব আলো যেন বিদ্যার হাস্যেজ্বল মুখে লেগে ছিল।

পদক হাতে নিয়ে ‘ব্লাক লেডিতে’ বিদ্যার লাল ঠোটের চুমু যেন তুমহারি সুলুতে তার সহ অভিনেতার গালে চুম্বন একে দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেয়।  

রেখার হাত থেকে পুরস্কার তুলে নেন বিদ্যা। রেখাকেই আদর্শ অভিনেত্রী মেনে আসছিলেন এতকাল। তার হাতেই সেরা অভিনেত্রীর পদক পেয়ে আনন্দ আরও কয়েকগুন বেড়ে যায় বিদ্যার।

পরীনীতা দিয়ে বলিউডে অভিনয়ের অভিষেক হয় বিদ্যার। তার পর বহু সিনেমায় নিজের নৈপূন্য প্রদর্শন করেন বিদ্যা।

সূত্র : জিনিউজ।

/ এআর /

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি