ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আব্দুল কালামের জীবন বদলে দেওয়া দশটি বাণী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ১৫ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৮:৩৬, ১৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের সাবেক প্রেসিডেন্ট তথা বৈজ্ঞানিক এ.পি.জে আব্দুল কালামের জন্মদিন আজ। তিনি ভারতের মিসাইল ম্যান বলেও পরিচিত। অন্তরীক্ষ ও সুরক্ষার বিষয়ে তার অবদান অবিস্মরণীয়। ব্যালেস্টিক মিসাইল ও লংচিং টেকনোলজিতে দেশকে আত্মনির্ভর করার বিষয়ে তার অবদান অনস্বীকার্য, আর সেই কারণেই তিনি মিসাইল ম্যান নাম পরিচিত। তার পরিচালনার ওপর ভিত্তি করেই দেশের প্রথম মিসাইল গড়ে উঠেছিল। 

একাধারে তিনি যেমন বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন, অন্যদিকে সাহিত্যের অনুরাগী ছিলেন। বেশ কয়েকটি পুস্তকের রচনা করেছেন তিনি। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কালাম নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য খবরের কাগজ পর্যন্ত বিক্রি করেছেন। তার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তার মহান উক্তি গুলি থেকে আমরা জীবনে অনেক কিছু শিখতে পারি। দেখে নিন তার দশটি অমূল্য বাণী- 

১. ঘুমিয়ে যেটা দেখেন সেটা স্বপ্ন নয়, বরং যা আপনাকে ঘুমাতে দেয়না সেটাই স্বপ্ন।  

২. আগামী প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য নিজের বর্তমানকে বিসর্জন দিতে হবে। 

৩. যে কোনো বিদ্যার্থীকে প্রশ্ন করতে জানতে হবে, এটাই তার সর্বোত্তম গুণ। 

৪. দেশের সবচেয়ে ভালো মস্তিষ্ক ক্লাসরুমের পিছনের বেঞ্চে পাওয়া যেতে পারে।  

৫. যারা অপেক্ষায় বসে থাকে তারা শুধুমাত্র সেই তলানি টুকুই পায়, যতটুকু চেষ্টার পর থেকে যায়।

৬. জীবনে কষ্ট করে সুখ পেলে তবেই তার মর্যাদা বোঝা যায়।  

৭. শিখরে পৌঁছানোর জন্য শক্তির প্রয়োজন, এভারেস্টে হোক বা অন্য কোথাও।

৮. সকলের জীবনেই দুঃখ আসে, এই দুঃখের দিনেই আসল ধৈর্যের পরীক্ষা দিতে হয় মানুষকে। 

৯. স্বপ্ন দেখতে শুরু করলে তবেই স্বপ্ন সত্যি হয়। 

১০. সমস্যা অতিক্রম করে পাওয়া সফলতার মধ্যেই আছে প্রকৃত আনন্দ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি