ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আব্দুল জব্বার গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ৯ জুন ২০১৭ | আপডেট: ২১:৪৭, ২৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

সঙ্গীত জগতের কিংবদন্তী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদির ধরেই কিডনী ও হৃদরোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। আব্দুল জব্বারের সুস্থতার জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত এমন অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গানের কিংবদন্তী শিল্পী আব্দুল জব্বার।
শিল্পীর বিভিন্ন গান অনুপ্রেরণা যুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। সুর দিয়ে গানে গানে উজ্জীবিত করেছেন মুক্তিকামী বাঙালি জাতিকে। কিংবদন্তি এই কণ্ঠশিল্পী স্বাধীনতা পুরষ্কার, একুশে পদকসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারে ভূষিত হয়েছেন।
অকুতোভয় সাহসী কণ্ঠশিল্পী আব্দুল জব্বার দীর্ঘদিন ধরেই হৃদরোগ ও কিডনী সমস্যায় ভুগছেন। হঠাৎ করেই বেশ অসুস্থ হয়ে পড়ায় সম্প্রতি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় গুনী এই শিল্পীকে। দেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ আব্দুল জব্বার। জীবন সায়াহ্নে এসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে করা গানের সিডি দেশবাসীকে শেষ উপহার দিয়ে গানের জগত থেকে বিদায় নিতে চান তিনি।
আব্দুল জব্বারের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বজনেরা।
শিল্পীর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কৃর্তপক্ষ।
চিকিৎসকরা আব্দুল জব্বারের সুস্থতার জন্য সাধ্যমত সব ধরনের চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান এই চিকিৎসক।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি