ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আব্রাহাম লিংকনের তদবির এড়ানোর কৌশল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

অত্যন্ত রসিক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। রসিকতার ছলে তিনি হালকাভাবে অনেক কঠিন কথা বলতে পারতেন। একবার তার কাছে তদবির নিয়ে আসেন এক ভদ্র নারী। ওই নারীর ছেলেটি আর্মিতে চাকরি করতো। তদবিরটি হচ্ছে তার ছেলেকে কর্নেল পদে পদোন্নতি দেওয়া। ওই সময় তাদের মধ্যে যে কথোপকথন হয় তা নিচে দেওয়া হল-

তদবিরকারী নারী : স্যার এ দেশের জন্য আমার পরিবারের অনেক ত্যাগ রয়েছে। আমার দাদা ছিলেন কর্নেল। তিনি লিকসিংটনের যুদ্ধে আহত হন। বাবা ছিলেন ব্রিগেডিয়ার। নিউ আলিয়ান্সের যুদ্ধে ছিল তার ঐতিহাসিক বীরত্ব। আর আমার স্বামী আত্নত্যাগ করেছেন মন্টিরির যুদ্ধে। এত অবদান বিবেচনায় আমার ছেলেটির প্রমোশন চাই।

আব্রাহাম লিংকন : ম্যাডাম আপনার পরিবারের অবদান আমেরিকার ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা থাকবে। আামার মনে হয় এবার অন্যদের অবদান রাখার সুযোগ দেওয়া উচিত।

সূত্র : জোকস, লেখক মোস্তফা কামাল।

/ এআর /

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি