আম বাগান থেকে ৫ কেজি ওজনের‘বোমা’উদ্ধার
প্রকাশিত : ১৮:২৮, ৭ আগস্ট ২০১৯
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আম বাগান থেকে ৫ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করতে খুলনা থেকে রওনা হয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন’র (র্যাব) একটি বোম ডিসপোজাল ইউনিট।
র্যাব-৬’র ঐ ইউনিট বুধবার সন্ধ্যায় সেখানে পৌঁছাতে পারে। বিষয়টি নিশ্চিত করেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের একটি আম বাগানে মাটিতে পুতে রাখা এ বোমাটি মঙ্গলবার বিকেলে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি নাটুদাহ পুলিশ ক্যাম্পে জানানো হয়। রাতেই পুলিশের একটি দল সেখানে পৌঁছে রাতভর চেষ্টা চালিয়েও বোমাটি নিষ্ক্রিয় করতে পারেনি। পরে বুধবার ভোরে বোমাটি তুলে বালতির পানিতে ভিজিয়ে রেখে খুলনার র্যাবকে খবর দেওয়া হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন,‘নিরাপত্তার জন্য ঐ এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে বোমাটি নিষ্ক্রিয় করবেন।’
এমএস/কেআই
আরও পড়ুন