ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

আমজাদ হোসেনের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:০৩, ২২ ডিসেম্বর ২০১৮

দেশ বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মরদেহ সর্ব স্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে আনা হয়েছে। আজ বেলা ১১টার পরে আমজাদ হোসেনের মরদেহ শহীদ মিনারে আনা হয়। সেখানে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে এই নির্মাতাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে।
শহীদ মিনারে আমজাদ হোসেনকে শ্রদ্ধা জানান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, রামেন্দু মজুমদার, লায়রা হাসান, মামুনুর রশীদ, গাজী মাজহারুল আনোয়ার, ফকির আলমগীর, মোরশেদুল ইসলাম, সালাউদ্দিন লাভলু, রোকেয়া প্রাচী, জাসাস-এর সাধারন সম্পাদক চিত্রনায়ক হেলাল খান প্রমুখ।

এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়, বাংলা একাডেমি, টেলিভিশন নাট্যকার সংঘ, জাসাস-এর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
শহীদ মিনারের শ্রদ্ধা শেষে আমজাদ হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা কার্যালয়ে। সেখান থেকে নেয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। তারপর চ্যানেল আই কার্যালয় হয়ে আমজাদ হোসেনকে তার গ্রামের বাড়ি নেয়া হবে। সেখানে চিরনিদ্রায় শায়িত হবেন বাংলা চলচ্চিত্র এবং সাহিত্যের অসম্ভব গুণী মানুষ আমজাদ হোসেন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি