আমদানি বেড়েছে, ইফতার পণ্যের দাম বাড়ার আশঙ্কা নেই (ভিডিও)
প্রকাশিত : ১১:৪৯, ৪ মার্চ ২০২৩ | আপডেট: ১১:৫১, ৪ মার্চ ২০২৩
রমজানের আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ছোলা, ডালসহ নিত্যপণ্যের আমদানি বেড়েছে। আমদানিকারকরা বলছেন, এবার ইফতার পণ্যের দাম বাড়ার আশঙ্কা নেই। আমদানি বাড়ায় রাজস্ব আদায়ও বেড়েছে।
প্রতিবছর রমজান মাস ঘিরে দেশে ছোলা, মসুর ও খেসারির চাহিদা বাড়ে। সরকারি নির্দেশনায় ব্যাংকগুলো এখন এসব পণ্যের এলসি দেওয়া শুরু করেছে। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা তাই ভারত থেকে এসব পণ্য আমদানি করছেন।
সরবরাহ বাড়ায় এবার রমজানে এসব পণ্যের দাম বাড়বে না বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, ইতিমধ্যে অনেকগুলো এলসি আমরা পেয়েছি, বাকিগুলো অপেক্ষমান রয়েছে। যদি সঠিকভাবে ব্যাংক এলসিগুলো সরবরাহ করে ভোগ্যপণ্যের দাম বাড়বেনা বলে আমরা বিশ্বাস করি। ছোলা, বিভিন্ন ডাল, জিরা, মসল্লা- এই জাতীয় পণ্যগুলো আসা শুরু করেছে। আশা করছি, বাজারে দাম কমার প্রভাব ব্যাপকভাবে পড়বে।
ব্যস্ততা বাড়ায় আয় বেড়েছে বন্দর শ্রমিকদের।
শ্রমিকরা জানান, আগে কাজকর্ম ছিল কম, বর্তমানে এলসির মাল গোডাউনে ঢুকছে। তাতে আমাদের আয় বেড়েছে।
আমদানিকৃত এসব পণ্য যেন পরীক্ষণ, শুল্কায়ন শেষে দ্রুত দেশের বাজার ধরতে পারে সে লক্ষ্যে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, “মালটা যাতে দ্রুততার সাথে বের করে নিয়ে যাতে বাজারজাত করতে পারে সেজন্য হিলি স্থলবন্দর সর্বপ্রকারের ব্যবস্থা রেখেছে। গাড়ি বের হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে আমরা সচেষ্ট আছি।”
বন্দর দিয়ে গেল ফেব্রুয়ারিতে ছোলা, খেসারি, মসুর ডাল, আদা, রসুনসহ ২০ হাজার টন ভোগ্যপণ্য আমদানি হয়েছে। এরমধ্যে শুধু ছোলা আমদানি হয়েছে ৭ হাজার ৩শ’ টন।
এএইচ
আরও পড়ুন