ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমন্ত্রণ পত্র নেই, তবুও মানুষ মনের টানে ছুটে আসেন আখড়া বাড়িতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ৫ মার্চ ২০২৩ | আপডেট: ০৯:১৮, ৫ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে চলছে তিন দিনের দোল বা লালন স্মরণোৎসব। বাউল সাধু বৈষ্ণবদের মেলা বসেছে লালনধামে। ধর্ম বর্ণ জাতপাত ভুলে তারা গাইছেন মানুষের জয়গান।

দোল পূর্ণিমা তিথিতে কালী নদীর তীরে শিষ্যদের নিয়ে রাতভর গান-বাজনা ও তত্ত্ব আলোচনা করতেন ফকির লালন সাঁই। কালক্রমে তা পরিণত হয়েছে দোল বা লালন স্মরণোৎসবে।

উৎসব উপলক্ষে লালনসঙ্গীতের সুরের মূর্ছনায় মাতোয়ারা এখন বাউলধাম। মাজারের আশপাশ ও মরা কালী নদীর তীর ধরে বাউলেরা ছোট ছোট আস্তানা গেড়ে সাঁইজিকে স্মরণ করেছেন তাঁরই গানে। তাদের সাথে সুর মেলাতে ভুলছেন না ভক্তরাও।

ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ সাঁইজির সান্নিধ্য পাওয়ার আশায় দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন এই স্মরণোৎসবে। 

কোনো আমন্ত্রণ নেই, চিঠিপত্র নেই, তবুও মানুষ মনের টানে ছুটে আসেন আখড়া বাড়িতে, সামিল হন সহজ মানুষের মিলন মেলায়।

শনিবার সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি