আমরণ অনশনে ছাত্রলীগের পদবঞ্চিতরা
প্রকাশিত : ২০:৫০, ২৮ জুন ২০১৯
চার দফা দাবি পূরণে ছাত্রলীগের পদবঞ্চিতরা এবার আমরণ অনশন শুরু করেছেন। শুক্রবার দুপুর দুইটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তারা এ আমরণ অনশনে বসেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে তারা জানায়।
ছাত্রলীগে কমিটিতে পদবঞ্চিতদের দেওয়া চার দফা দাবি হলো- আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ, পদ শূন্য ঘোষিত ছাত্রলীগের কমিটির ১৯ জনের পদসহ নাম প্রকাশ, বিতর্কিতদের বাদ দিয়ে পদবঞ্চিতদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে কমিটিতে পদায়ন এবং মধুর ক্যানটিনে (১৩ মে) ও টিএসসিতে (১৯ মে) তাদের ওপর হামলার সুষ্ঠু বিচার৷
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে দাবি মানতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া অংশের সদস্যরা। পরে এই সময়ের মধ্যে দাবির পক্ষে কোনো আশ্বাস না পেয়ে আজ তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে।
এনএম
আরও পড়ুন