উ. কোরিয়াকে যুক্তরাষ্ট্র
আমরা আপনাদের শত্রু নই
প্রকাশিত : ১১:৩৭, ২ আগস্ট ২০১৭ | আপডেট: ২৩:৪০, ২ আগস্ট ২০১৭
রেক্স টিলারসন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, তাঁর দেশ উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন আনতে চায় না। সরকারেরও পরিবর্তন চায় না। আলোচনায় বসতে চায়। তিনি বলেন, আমরা আপনাদের শত্রু নই। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে টিলারসন এ মন্তব্য করেন।
টিলারসন বলেন, উত্তর কোরিয়ায় ক্ষমতার পালাবদল কিংবা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী ‘নর্থ অব দ্য থার্টি এইট প্যারালাল’ অঞ্চলে সেনা পাঠাতে চায় না যুক্তরাষ্ট্র। কিন্তু এর পরও চলতি মাসে দুটি আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষাকে বিপজ্জনক ও উদ্বেগজনক বলে মনে করছেন তিনি।
টিলারসন বলেন, আমরা ক্ষমতার পালাবদল চাই না। আমরা উপদ্বীপের (উত্তর ও দক্ষিণ কোরিয়া) দ্রুত একত্রীকরণও চাই না। আমরা নর্থ অব দ্য থার্টি এইট প্যারালালে আমাদের সেনা পাঠানোর কারণ খুঁজতে চাই না। আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের হুমকিও নই। কিন্তু আপনারা যুক্তরাষ্ট্রকে অনাকাঙ্ক্ষিত হুমকিতে ফেলেছেন, যার জবাব আমাদের দিতে হবে। ভবিষ্যৎ নিয়ে আমরা বসতে চাই এবং সংলাপে যেতে চাই।
এদিকে একজন সিনিয়র রিপাবলিকান সিনেটর ও প্রেসিডেন্ট ট্রাম্প একমত হয়েছেন যে প্রয়োজন হলে বিকল্প হিসেবে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কথা ভাবা হবে।
পিয়ংইয়ং সবশেষ আন্ত:মহাদেশী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে দাবি করে বলে যে, যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ডই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আওতার মধ্যে রয়েছে।
উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মহড়া চালিয়েছে।
পেন্টাগন সামরিক সক্ষমতাও বাড়িয়েছে কিন্তু একইসঙ্গে হুশিয়ার করে দিয়ে বলেছে সংঘর্ষ হলে ব্যাপক বিপর্যয় হবে।
টিলারসন ওই একই কথার পুনরাবৃত্তি ঘটাচ্ছেন, বলছেন যে যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তন চায় না, তাদের লক্ষ্য হলো দুই দেশের মধ্যে আলোচনা।
//এআর
আরও পড়ুন