ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আমরা চক্রান্তের মুখে পড়েছি : ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ১১ আগস্ট ২০১৭ | আপডেট: ২৩:০৯, ১২ আগস্ট ২০১৭

‘আমরা আবার দুঃসময়ে পতিত হয়েছি। আমরা চক্রান্তের মুখে পড়েছি। বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনার অর্জনকে পণ্ড করার জন্য ষড়যন্ত্র চলছে।‘

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ধানমন্ডি ৩২নং সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘একটি দল বিষধর সাপের মতো সুযোগ পেলেই ছোবল মারে। তারা জনগণকে পাশে না পেয়ে আবার গর্তে ঢুকে যায়। তারা ইস্যুর পর ইস্যু খোঁজে, কিন্তু তাদের সবই ইস্যুই মাঠে মারা যায়। শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এদের রাজনীতি পথে সংকটের দীর্ঘ ছায়া ফেলে।’

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে গর্ত থেকে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে মনে হয় ক্ষমতার সিংহ দরজার কাছাকাছি চলে এসেছে। তারা আবার গর্ত থেকে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। তাই আজ আমাদের প্রস্তুত থাকতে হবে। এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে এদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এ অপশক্তিকে প্রতিরোধ করতে আমাদের মানসিক, রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রস্তুত হতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির শাসনামল মানেই হলো লাশের সারি। লুটপাটের হাওয়া ভবনের অপর নাম হচ্ছে বিএনপি। তারা আবার ক্ষমতায় এলে দেশ ভয়ঙ্কর অমানিশায় পতিত হবে।’

খারাপ লোকদের নিয়ে দল ভারি করার প্রয়োজন নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি জেনে খুব খুশি হয়েছি যে স্বেচ্ছাসেবক লীগে টাকা দিয়ে কোনও পদ দেওয়া হয় না। এটা খুব খারাপ। এটা যারা করে তারা দলের, নিজের ও দেশের ক্ষতি করে। আমি তোমাদের যোগ্য কর্মীদের মূল্যায়ন করতে অনুরোধ করব। দলভারি করার জন্য খারাপ লোকদের এ পার্টিতে জায়গা দেবে না।’

শোক দিবসের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগস্ট মাসে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি। শোক পালন করি, চোখের পানি ফেলি। আমাদের আজ মনে রাখতে হবে— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ কোনও শোকের নাম নয়; তিনি আজ চেতনার নাম, এক শক্তির নাম। এ দিনে আমরা শপথ নেবো, বঙ্গবন্ধুর চেতনায় মানুষের মতো মানুষ হব। তার মতো কর্মী হবো, কর্মী থেকে নেতা হবো। লড়াই করব, সংগ্রাম করব। ভোগ করব না, ত্যাগ করব।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সংসদ সদস্য শেখ ফজলে নুর তাপস প্রমুখ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি